শরীয়তপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৮০,৫৩,২৩,৫৯০ টাকার বাজেট পেশ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন পৌরসভার মেয়র পারভেজ রহমান।
বাজেট পেশ শেষে মেয়র সকল পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকান ভাড়া, পানির বিলসহ পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ পূর্বক উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানান। তিনি আরও বলেন, বাজেটে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত হলে পৌর এলাকা একটি আধুনিক শহরে রুপান্তরিত হবে।
বাজেট পেশ অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম