দিনাজপুরে শোক র্যালির মাধ্যমে শোকের মাস শুরু করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে দিনাজপুর শহরে শোক র্যালি বের হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শেষে দলীয় কার্যালয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জমান মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক র্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ্ ইয়াজদান মার্শাল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, সেলিম আক্তার চৌধুরী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, উপদপ্তর সম্পাদক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আকতারুজ্জামান জামান, নির্বাহী সদস্য মীর শরিফুদ্দীন মনি, মানিক রঞ্জন বসাক, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ শোক র্যালীতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমিসহ, ১২টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ