শেরপুরের নকলায় সড়ক দুঘটনায় দুই নারী মারা গেছেন। একজনের নাম শাপলা বেগম (২৫) অপরজন খুকি বেগম (৬০)। এ তথ্য নিশ্চিত করেছে নকলা থানা পুলিশ।
সূত্র জানায়, নকলার চিথলিয়া বাজারে আজ সকাল ১০টার দিকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই গৃহবধূ মারা যায়। ভ্যানটি ব্রেক ফেল করে সড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। আহত হয়েছে শাপলার শিশু সন্তান তৌহিতসহ আরও দুজন। এ সময় আহত হয়েছে তার শিশু সন্তানসহ আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
অপরদিকে গতকাল বুধবার ওই উপজেলার কর্শা বাদাগর এলাকায় মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে খুকি বেগম নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সাজেন্ট রুবেল মিয়া মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়েছেন। ওই দুই নারীর বাড়ি দুর্ঘটনাস্থলের কাছকাছি বলে জানা গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, দুটি দুর্ঘনারই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ