ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে শরীয়তপুরের গোসেরহাটের কোদালপুর নদীতে ট্রলার ডুবির ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে গোসাইরহাটে ১০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে নিহত হয়েছে ২ জন ও নিখোঁজ হয়েছে ৩ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবরি দল। নিহত দুইজন সাহানা (৪৫) ও ডলি (২৮)।
পুলিশ জানায়, পুরান ঢাকার ধোলাইখাল নারিন্দা থেকে কোদালপুর আত্মীয়র বাড়িতে আসেন তারা। এরপরে আজ সকালে কোদালপুর থেকে ছেলের জন্য পাত্রী দেখার জন্য ট্রলারযোগে মাঝেরচর রওনা হোন তারা। মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় টলারটি ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এঘটনায় দুইজন নিহত হয় ও তিনজন আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ও এখনো ৩ যুবক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ডুবুরি দল।
বিডি প্রতিদিন/হিমেল