ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিখোঁজ সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে। সে সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই কলেজছাত্রকে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা ওই শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র স্লুইস গেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে নিখোঁজের দু'দিন পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম