টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাসান মাহমুদ (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌরশহরের শিকদার পাড়া দারুল ওলুম নুরুন হারামাইন মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওসমান আলীর ছেলে। তার মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাদ্রাসার শিক্ষার্থী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল বেলায় মাদ্রাসা মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলে হাসান মাহমুদ। এক পর্যায়ে টিনের ঘরের চালে আটকে যায় ফুটবল। বল নিতে গিয়ে টিনের চাল ঘেঁষা বিদ্যুৎ লাইনের সাথে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে গুরতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম