বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফয়সাল মোস্তাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় শনিবার বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার প্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ৭০ জন অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত