আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে কোনাবাড়ি থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। কোনাবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা অ্যাডভোকেট মো: শহীদুজ্জামান, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, তানভীর সিরাজ, মোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
এসময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এছাড়া বিএনপির নাম করে কেউ কারখানায় চাঁদাবাজি বা দখলবাজি করলে তাদের বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে সারাদেশে অনেকেই এসব অভিযোগে বহিষ্কার হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম