কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা আক্তার।
রবিবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক বরাবরে পদত্যাগপত্র দাখিল করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আলপনা আক্তারের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। রবিবার সকাল থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি অনঢ় থাকেন। একপর্যায়ে অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন।
এদিকে কিশোরগঞ্জ শহরে ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ আল আমিনের বিরুদ্ধেও শিক্ষার্থীরা রবিবার বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। অধ্যক্ষ আল আমিনের বিরুদ্ধে কলেজ গভর্নিং বডির একাংশসহ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে আসছেন।
দুর্নীতি দমন কমিশনে কলেজটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরজু খানের দায়ের করা অভিযোগ বর্তমানে তদন্তাধীন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন