কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী নজির হোসেন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল চালক জয়কান্ত সরকার। আহত জয়কান্ত বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকেলে ফুলবাড়ী থেকে অটোরিক্সা যোগে ফুলবাড়ী ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারি নজির হোসেন ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন।কিন্তু অটোরিক্সাটি ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ার পাড় এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রিতগতি সম্পন্ন মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে অটোরিক্সার যাত্রী নজির হোসেন ও মোটর সাইকেল চালক জয়কান্ত সরকার গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা দ্রুত সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে,আহত জয়কান্ত সরকারের অবস্থার আরো অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম