ঝিনাইদহের শৈলকূপায় ইঞ্জিন চালিত আলমসাধুর ধাক্কায় সুমাইয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পৌরসভা এলাকার সাতগাছি পশ্চিমপাড়া গ্রামের জুয়েল মোল্লার মেয়ে।
জানা গেছে, প্রতিবেশী অন্য শিশুদের সাথে বাড়ির সামনের রাস্তায় সুমাইয়া খেলা করছিল। এসময় দ্রুতগামী মাছ ভর্তি ইঞ্জিন চালিত অবৈধ আলমসাধুর ধাক্কায় শিশুটি মারাত্বক আহত হয়। সেসময় পরিবারের লোকজন উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার এসআই হাসানুজ্জামান।
বিডি প্রতিদিন/হিমেল