গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের একটি রাস্তা মেরামত করেছেন শিক্ষার্থীরা। সকালে স্থানীয় স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা স্বেচ্ছায় উপজেলার বেলকা ইউনিয়নের একতাবাজার-সুন্দরগঞ্জ রাস্তার মেরামতের কাজ করেন।
কয়েকদিন আগের টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে ওইসব গর্তে যানবাহন আটকে যাওয়াসহ চলাচলের ভোগান্তি পোহাতে হয়। জনসাধারণের কষ্ট লাঘবে স্থানীয় স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা রাস্তা মেরামতের উদ্যোগ নেয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বস্তায় করে পাশেই অন্য জায়গা থেকে মাটি ও বালু এনে রাস্তা মেরামতের কাজ করেন।
এসময় বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের স্থায়ী পরিষদের সদস্য আইয়ুব আলী, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক শামীম সরকার শাহীন, সভাপতি শাহিন সরকার, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল খালেদ, পাঠাগার সম্পাদক শাহিন আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম