ধানের চারা পেয়ে খুশি হয়েছেন। কুমিল্লার বন্যার্ত কৃষকরা। সাম্প্রতিক বন্যায় কুমিল্লার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই), কুমিল্লা বিনামূল্যে রোপা আমন ধানের চারা (জাত: বিআর-২২/কাটানিভোগ) বিতরণ করে। ডিএই, কুমিল্লার কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবস্থাপনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার ব্লকে এই চারা বিতরণ করা হয়। কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন, ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ।
স্থানীয় কৃষক আবুল কালাম ও জামাল হোসেন বলেন, বীজতলা ডুবে যাওয়্য়া আমরা হতাশ হয়ে পড়েছিলাম। এখন ধানের চারা পেয়ে ভালো লাগছে।
উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ বলেন, সৃষ্ট বন্যায় কুমিল্লা জেলার অসংখ্য কৃষকের ধানের জমিসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। বীজের সংকটের কারণে কৃষকরা নতুন করে ফসলের চাষ করতে পারছেন না। এঅবস্থায় দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ঝুঁকির মধ্যে রয়েছে। সংকট নিরসনে সরকারি প্রণোদনার পাশাপাশি আমরা ব্যক্তি উদ্যোগে কৃষকদের পাশে দাঁড়িয়েছি। এখন ধানের চারা বিতরণ করছি,সে সাথে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যেন সার্বক্ষণিক কৃষকদের কাছে গিয়ে প্রযুক্তিগত পরামর্শ অব্যাহত রাখেন।
এদিকে ধানের চারা সরবরাহে সহযোগিতা করেছেন, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ পাভেল খান পাপ্পু ও নবীনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। ধানের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর দক্ষিণ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জোনায়েদ কবির খান, দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়, কালির বাজার বøকের উপসহকারী কৃষি অফিসার সাহিদা খাতুন ও লক্ষীপুর ব্লকের মোঃ আবুল হাসনাত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম