মাগুরায় অবৈধ অস্ত্র উদ্বারে যৌথ বাহিনীর অভিযানে রবিবার সকালে একটি রিভালবার, ৪ রাউন্ড গুলি উদ্ধার, নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ রাশেদুজ্জামান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদুজ্জামানের বাড়ি মাগুরার মহম্মদপুরের কালীশংকরপুর গ্রামে।
মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, অবৈধ অস্ত্র উদ্বারে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসাবে রবিবার সকালে পুলিশ জেলার মহম্মদপুরের কালীশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে একটি রিভালবার, ৪ রাউন্ড গুলি, নগদ ২৮ হাজার ৫শত টাকা উদ্ধার, একটি মোটরসাইকেলসহ রাশেদুজ্জামান নামে এক যুবককে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম