নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে আশরাফ উদ্দিন অরূপ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন ওই গ্রামের মৃত করিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ডিশ লাইন ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে খড়ির ঘরে বিষধর গোখরা সাপ তার ডান হাতে দংশন করে।
স্বজনরা তাকে প্রথমে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকাল ৫টার দিকে তার লাশ এলাকায় আনা হলে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/এএ