বরিশালে পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও বিদেশি মদসহ তিনজন আটক হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এবং মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক এ অভিযান করে।
আটককৃতরা হলো- সদর উপজেলার রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার (২৫), ঢাকার শহিদ নগর বউবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক (২৫) ও সবুজবাগ মুগদা এলাকার বাসিন্দা মো. হৃদয় খান (২৭)।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা এনা পরিবহনের বাস থেকে গ্র্যান্ড ম্যাকনিশ, স্কচ হুইস্কি, গøাসগো স্কটল্যান্ড ব্যান্ডের বিদেশি ৫ বোতলসহ হৃদয় এবং সাকুরা পরিবহনের বাস থেকে ৮ কেজি গাঁজাসহ ফারুককে আটক করা হয়। এছাড়াও ফাতেমা আক্তারের ঘর থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেছে ডিবি পুলিশ। পৃথক তিন অভিযানের ঘটনায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম