চুয়াডাঙ্গায় ভাতাভোগীর আত্মসাত করা ১৯ বস্তা চাল ফেরত দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এসময় গ্রামবাসীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। বৃহস্পতিবার সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, মাখালডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুল হক লাল্টু একই গ্রামের হতদরিদ্র মামুনুর রশিদের খাদ্য সহায়তার কার্ড নিজের কাছে রেখে দেন। দীর্ঘ ১৯ মাস ধরে মামুনুরের কার্ডে নিজে খাদ্য সহায়তার চাল তুলে আত্মসাৎ করেন। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে মাহাবুল হক জনরোষে পড়েন। গ্রামবাসীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এসময় ১৯ মাসে সংগ্রহ করা ১৯ বস্তা চাল প্রকৃত ভাতাভোগীকে ফেরত দেন তিনি।
গ্রামবাসী জানায়, মাহাবুলের ক্ষমতার দাপটে বিষয়টি নিয়ে এতোদিন কেউ মুখ খুলতে পারেনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রামবাসী মামুনুলের চাল ফেরত দিতে চাপ দেয়।
ভুক্তভোগী মামুনুর রশিদ বলেন, ‘নিজের নামে খাদ্য সহায়তার কার্ড হলেও তা এতোদিন হাতে পাইনি। খাবারের কষ্ট হলেও সহায়তার চালও পাইনি। ভয়ে গ্রামের কেউ তাকে কিছু বলতো।’
মাহাবুল হক লাল্টু নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরে প্রকৃত উপকারভোগীতে তার প্রাপ্য চাল কিনে দিয়েছি।’
বিডি প্রতিদিন/এএম