দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা পতাকা মিছিল করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা মাথায় পতাকা বেঁধে মিছিলে অংশ নেন ও বিক্ষোভ করেন।
এতে যোগ দেন জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সানরাইজ নার্সিং ইনস্টিটিউট ও সেন্ট ভিনসেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের পদ থেকে নন-নার্স প্রশাসন কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এতে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক বেনজামিন দাস। এসময় তিনি অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকসহ অন্যান্য পদগুলো থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক নার্সদের পদায়নের ১ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।
এদিকে, একই দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেটের সামনে মাথায় পতাকা বেঁধে বিক্ষোভ করেন।
বিডি প্রতিদিন/এমআই