রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে কোনো ফুটেজ বা ছবি সরবরাহের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সাবিনা ইয়াসমিনের পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পক্ষ রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অভিযোগ, জিডি ও মামলা করছেন। এই প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে। এ তথ্য সরবরাহের জন্য আরএমপির পক্ষ থেকে একটি ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল