ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দাবিতে জলবায়ু আন্দোলন ও সমাবেশ পালন করেছেন কুড়িগ্রামের জলবায়ু কর্মীরা। শুক্রবার দুপুরে জেলা শহরের ধরলা নদীর মাঝে জেগে ওঠা চরে এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
এর আগে একটি বিক্ষোভ মিছিল ধরলা সেতুর টোল ঘর থেকে শুরু হয়ে ধরলা নদীর পাড়ে গিয়ে শেষ হয়। ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জলবায়ু কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএ