ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮), উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে নড়াইলের বাড়িতে ফিরছিলেন। রবিবার সকাল নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎস মোল্লা তার বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে নিজ বাড়ি নড়াইলে ফিরছিল। সকাল নয়টার দিকে নগরকান্দার কান্দি নামক স্থানে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান জানান, তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনায় নিহত হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ