রাজবাড়ীর কালুখালীতে চোর সন্দেহে মো. নাজমুল মোল্লাকে পিটিয়ে হত্যা ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহা ব্যবস্থাপক মো. ফিরোজ হোসেন (২৯) বাদী হয়ে মো. নাজমুল মোল্লাসহ ২ জনকে আসামি করে চুরির মামলা দায়ের করছেন। নিহত মো. নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা গ্রামের মৃত আহাম্মদ মোল্লার ছেলে।
অন্যদিকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত নাজমুল মোল্লার স্ত্রী আন্না বেগম (২৯ অজ্ঞাতনামা ৯০ থেকে ১০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা পুলিশ মামলা দুটির তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া গ্রামের রফিক মুন্সীর বাড়ীর সামনে থেকে ২টি ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে নাজমুল। সেখানে অজ্ঞাতনামা ৯০ থেকে ১০০ জন উত্তেজিত জনতা নাজমুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে যায়। শনিবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজমুল।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও হত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ