রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী-ভাটিয়াপাড়া ট্রেনটি মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। আমরা পরিচয় শনাক্তের জন্য কাছ করছি। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ