অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে আছে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার অর্ধশত গ্রাম। গত দুই মাস ধরে খাল-বিল রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি থৈ থৈ করছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দারা।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে শত শত শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাতে হাত ধরে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর হাসপাতাল মসজিদের ইমাম মাদ্রাসাতুল মদিনা আল আমিন এর মুহতামিম সাইফুল ইসলাম। এ সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আলিনুর খান বাবুল, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডাক্তার মোখলেসুর রহমান, আরিফবিল্লাহ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জলবদ্ধতা নিররসনের জন্য জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ