ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৩৫) আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই আরাফাত হোসেন বলেন, নিহত গৃহবধূর মাথা বিচ্ছিন্ন ও পা থেঁতলানো রক্তাক্ত দেহ রেললাইন পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাটি কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের অধীনে হওয়ায় তারা লাশ নিয়ে গেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী লোকাল নাসিরাবাদ ট্রেন আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে আসা মাত্রই গৃহবধূ ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এএম