সার্ভেয়িং ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনির্দিষ্ট কালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ১ অক্টোবর থেকে পালন করা হয়।
অবস্থান ধর্মঘটের শেষ দিনে বক্তব্য দেন সার্ভেয়ার কামরুজ্জামান, সংগঠনের জেলা আহবায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব মিরাজ হোসেন, মিশুক চাকমা, জহুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, আমানাতুল মাওলা, সানি আসলাম, আরিফুর রহমান, আলী হোসেন, রিমন মিয়া, আনোয়ার কবীর, মাহমুদ হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ