সাভারের আশুলিয়ায় কার্টনভর্তি অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দুটি কার্টনে ভর্তি লাশের তিনটি খণ্ড উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব সদস্যরা।
এছাড়া নিহতের পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত এবং নিহতের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, কাঠগড়া এলাকায় একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে কে বা কারা রশি দিয়ে বাঁধা দুটি কার্টন রেখে যায়। দোকান মালিক বিকালে দোকান খোলার সময় কার্টন দুটি দেখতে পান। কিন্তু র্দীর্ঘ সময় পরও কেউ কার্টনগুলো না নিতে আসায় দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা কার্টন দুটি খুলে অজ্ঞাত নারীর মস্তকবিহীন তিন খণ্ড লাশ দেখতে পান।
এ ঘটনায় দোকান মালিক ও স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানায় জানালে ঘটনাস্থলে এসে কার্টন দুটি জব্দ করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের মস্তক না থাকায় তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তার পরনে গেঞ্জি এবং প্যান্ট ছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কে বা কারা দুটি কার্টনের ভরে এক নারীর মস্তকবিহীন খণ্ডিত লাশ রেখে গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পিবিআই এবং সিআইডিকে অবহিত করেছি। তারা আসলে নিহত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা ও হত্যকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে কাগজের কার্টনে ভরে ফেলে যাওয়া হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/একেএ