“আগে শিক্ষা পরে বিয়ে, ১৮ থেকে ২১ পার হয়ে”এই স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন, যৌতুক প্রথা, শিশুশ্রম বন্ধ করতে স্কুল পর্যায়ে সচেতনমূলক সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে নারী নির্যাতন, যৌতুক প্রথা, শিশুশ্রম বন্ধ করতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাল্যবিবাহ নিরধ ঘণ্টা উদ্ভাবনী উদ্যোগের আওতায় মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুর-দিনাজপুর আয়োজনে সচেতনমূলক সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।বিশেষ অতিথি হিসেবে শপথ পাঠ করান দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাল আলেয়া বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডেকেয়ার অফিসার রেজভীন সারামিনাজ, বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী সিনিয়র শিক্ষক কামরুন নাহার প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন।
বিডি প্রতিদিন/এএ