দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলকায় ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফেস্টুন হাতে খনির মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের প্রায় কয়েকহাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে খনি গেটের সামনে সমবেত হয়।
এ সময় বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে একাধিকবার লিখিতভাবে জানালেও কর্তৃপক্ষ কোন তোয়াক্কা করেননি।এতে খনি কর্তৃপক্ষের কাছে ঘর-বাড়ী সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। আগামী ২০ দিনের মধ্যে দাবি মেনে না নিলে কয়লাখনি ঘেরাও করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আল বিরোনী, রবিউল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ রবিউল ইসলাম মন্ডল, আল বেরনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ