শরীয়তপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (অতিরিক্ত) সাদিয়া জেরিন। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি উদ্বোধন করা হয়।
জানা যায়, খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রত্যেক বিভাগে একটি করে ভ্রাম্যমাণ পরীক্ষাগার দিয়ে খাদ্যদ্রব্য পরীক্ষা করা হবে। শরীয়তপুরের ভোক্তারা প্রাথমিক পর্যায়ে মাসে একদিন খাদ্য পরীক্ষার সেবা পাবেন।
এছাড়াও খাদ্য পরীক্ষা কার্যক্রম খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন বাজারে পরিচালনা করা হবে। প্রথমে সেবাটি জেলা সদরে শুরু হলেও পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যন্ত পৌঁছানো হবে খাদ্য পরীক্ষার সেবা।
ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমানসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই