কুমিল্লার মুরাদনগরে বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে চাল, ডিম, ব্রয়লার মুরগি, আলু, পেঁয়াজ, মরিচ, সবজিসহ নিত্যপণ্যের ক্রয় ভাউচার তদারকি করা হয়। এছাড়া বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কৃৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো. আব্দুর রহিম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহাদত হোসেন, মুরাদনগর থানা পুলিশ, কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাশেদুল হাসান ও দেলোয়ার হোসেনসহ অনেকে।
এ বিষয়ে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারবিরোধী নানা কার্যক্রমের দায়ে কোম্পানীগঞ্জ বাজারের সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদারকি করা হয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠানে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএ