ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ড. এবিএম ওবায়দুল ইসলাম।
শনিবার বিকেল ৩টার দিকে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাইনতলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে শহীদ মাহফুজুরের কবর জিয়ারত করেন। এসময় স্থানীয় লোকজন ভিসি ওবায়দুল ইসলামের সাথে দোয়া মোনাজাতে শরীক হন।
উল্লেখ্য, মিরপুর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান (১৬) গত ১৯ জুলাই মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
২০ জুলাই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাওয়া যায় তার মরদেহ। ওইদিনই তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই