সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে গাড়ির ধাক্কায় সিতারা বেগম (৮০) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিতারা বেগম (৮০) দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,সন্ধ্যা ৭টার দিকে সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে রশিদপুর বাজার থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম ও রিকশাচালক আহত হন।
দক্ষিণ সুরমার ওসি আবুল হোসেন দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম