বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান সজীব (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সানকিভাংগা গ্রামের মতিউর রহমান খলিফার ছেলে সজিব মোরেলগঞ্জ হাসপাতালের ওয়ার্ডবয়।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সোমবার বেলা ১০টার দিকে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, মেহেদী হাসান সজিব ইয়াবা ও গাঁজার একটি চালান নিয়ে খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল সেখানে অভিযান চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সজীবকে আটক করে জনসমক্ষে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, হাসপাতালের ওয়ার্ডবয় মেহেদী হাসান সজীব ২০২৩ সালের মার্চ মাস থেকে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় রয়েছেন। এর আগেও মাদকের মামলায় তিনি জেল খেটেছেন।
বিডি প্রতিদিন/একেএ