চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীর নামে আ. লীগ কর্মীদের মামলা দায়েরের প্রতিবাদে ও মদদদাতাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় নাচোল উপজেলা ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাচোল উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হক, সদস্য সচিব আবু তাহের খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রাব্বানীসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, গত ২ অক্টোবর নাচোল ভূমি অফিসের সামনে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে যুবদলকর্মী রবিউল ইসলামকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে আ.লীগ কর্মী আরিফ-রুবেল ও তার লোকজন। এসময় স্থানীয়রা সন্ত্রাসী বাহিনীকে আটক করে গণপিটুনি দেয় ও পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে উল্টো আ.লীগের সন্ত্রাসী রুবেল ও আরিফের মা আদালতে বিএনপির ৮ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে। মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাচোল থানার ওসির মাধ্যমে জেলাপ্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম