ভোলা -২ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তার দোসররা আমাদের আশেপাশেই রয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তা হলে তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।
আজ সোমবার ১৪ অক্টোবর বিকালে দৌলতখান উপজেলা উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি তার নির্বচনী এলাকার (দৌলতখান ও বোরহানউদ্দিন) দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বোরহানউদ্দিন ও দৌলতখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারেনি। হামলা মামলা দিয়ে হয়রানি করেছে। চাঁদাবাজি করেছে, মারধর করেছে। কিন্তু বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না। তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হাফিজ ইব্রাহিম বলেন এখানকার মানুষ শান্তিপ্রিয়। সকলে শান্তিতে বসবাস করবে। তার নির্বাচনী এলাকায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন হাফিজ ইব্রাহিম ।
মতবিনিময় সভয়া উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মনির, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ বিএনপি ও এর বিভিন্ন অংঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।