সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ময়মনসিংহের ফুলপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দি ও ফুটিয়াকান্দি এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পিঁয়াজ, এক কেজি মুড়ি, এক লিটার সয়াবিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ ছাড়া ডোবার পাড় ঈদগাহ মাঠে ও ধুরাইল হাসপাতাল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে এসময় বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এসময় দলের যুগ্ম মহাসচিব মুফতী ফজলুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা জাকির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী, ময়মনসিংহ জেলা সমাজসেবা সম্পাদক ও তারাকান্দা উপজেলা কমিটির সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক ফকির, ফুলপুর আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মাহমুদুর রহমান মানিক, বারিধারা ক্যাম্পাস ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা মূসা কালীমুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই