পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব চর বলেশ্বর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হরলাল শিকারি (৭০) পূর্ব চর বলেশ্বর গ্রামের যতীন্দ্রনাথ শিকারীর ছেলে এবং পেশায় কৃষক।
মৃতের স্ত্রী কঙ্গনা সরকার জানান, হরলাল এবং সে আলাদা ঘরে থাকতেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হারলালের ঘরে তালা দেখতে পান। এরপর ঘরের পাশেই পুকুরে হারলালের মরতদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশের খবর দেয় স্বজনরা। এসময় হরলালের হাত একটা টর্চ লাইট ছিল।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মrদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ