রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। ফলাফলে শিক্ষাবোর্ডের আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা ভালো করেছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা। এবার বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম এ তথ্য জানান। এসময় তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এমআই