ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নরে পূর্ব বি এস ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ও সাংবাদিক আবদুস সবুর কাজল।
এ সময় উপস্থিত ছিলেন প্রাধান শিক্ষক আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক রেহানা পারভীন, ফাতেমা আক্তার, রোকসানা আক্তার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা সঠিকভাবে হাত ধোয়ার উপকার সম্পর্কে বর্ণনা করেন। পাশাপাশি সবাইকে এ অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কেএ