দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নোয়াখালী জেলা কমিটি এক মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। বুধবার দুপুরে নোয়াখালীর টাউন হল প্রাঙ্গনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহবায়ক শহীদুল ইসলাম শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা নুর আহমেদ, সদস্য মিজানুর রহমান, নোয়াখালী সুপার মার্কেট কমিটির সভাপতি একরাম উল্লাহ ডিপটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নোয়াখালী কমিটির সাধারণ সম্পাদক, আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, রাষ্ট্রচিন্তার সদস্য নফিউল ইসলাম,
সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দিন শিপন, সদস্য নুর আলম কিরন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। এসময় স্থানীয় শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী মানববন্ধনে যোগ দেন।
বিডি প্রতিদিন/এএ