রাজবাড়ীর গোয়ালন্দে সৌদি প্রবাসী সবুজ শেখ (৩৫) হত্যার বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এতে সবুজ শেখের বাবা আইনদ্দিন শেখ ও মা সুফিয়া বেগমসহ নবুওছিমদ্দিন পাড়া এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর মকবুলের দোকান এলাকার উভয় পাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা বলেন, গত ২৩ সেপ্টেম্বর পরকীয়া প্রেমিক রাসেল শেখের যোগসাজশে নবুওসিমদ্দিন পাড়ার সবুজ শেখকে ঘাস মারা বিষ খাওয়ান তার স্ত্রী রোকসানা খাতুন। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবার মারা যান সবুজ।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন।
গত ৭ অক্টোবর সবুজের মা সুফিয়া বেগম বাদী হয়ে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা বুঝিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করি। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/আশিক