দেশের ওসি, এসপি, ডিসি পরিবর্তন হলেও ঘুষ পরিবর্তন হয় না, দুর্নীতি বিদায় হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
তিনি বলেন, শুধু চেয়ার পরিবর্তন করলে এসব বন্ধ হয় না, নীতির পরিবর্তন করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করীম বলেন, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হলে নীতি ও আদর্শের পরিবর্তন করতে হবে। ৫ আগস্টের আগে চাঁদা নিতেন সেন্টু, ৫ ই আগস্টের পর চাঁদা নেয় ভেন্টু। ৫ তারিখের আগে গুন্ডামি করতো লাল্টু, ৫ তারিখের পরে গুন্ডামি করেন ঝন্টু। শুধু হাত পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামির পরিবর্তন হয়নি। যে সরকারের অথবা গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, খুনী, ধর্ষক আছে সে দল না করার পরামর্শ দিয়েছেন তিনি।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ৪ পরিবার ২লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র ২০ পরিবারের হাতে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীদের ধনী করছেন, গরীবদের আরও গরীব করছেন। এসময় প্রত্যেক মানুষের সমঅধিকার নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ-সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সদস্য মাওঃ আমিনুল ইসলাম কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়াসহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণ-সমাবেশ সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক