বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রি চিকিৎসা, ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ) দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পিপলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম মাসুম হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক নওরিন সুলতানা শান্তা, সহ দপ্তর সম্পাদক নাইম হাসান, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সেবা গ্রহীতারা ফ্রি চিকিৎসা, ওষুধ ও নগদ অর্থ পেয়ে বেশ খুশি হয়।
এ বিষয়ে আয়োজকদের মধ্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক জানান, এক্স ক্যাডেটদের নিয়ে গঠিত আমাদের সংগঠনটি থেকে আমরা প্রতি বছর নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ ও এক্স ক্যাডেটদের সহায়তা করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও বন্যা কবলিত দেশের বিভিন্ন জেলায় ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ ও নগদ অর্থ সহায়তার ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পাহাড়ি ঢলে বন্যা কবলিত এলাকায় এসে উল্লেখিত সেবা প্রদান করা হলো।
বিডি প্রতিদিন/হিমেল