ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় গণসংহতি আন্দোলনের আয়োজনে স্মরণসভা এক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে স্মরণসভার শুরুতেই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলনের জেলার আহবায়ক মানিক মোহাম্মদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড মুরাদ মোর্শেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, কবি ও লেখক ম আ ব সিদ্দিকী বাদাম, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য জুয়েল খান, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দীন খান, সংগঠক ওয়াবুর রহমান মোহন, আন্দোলনকারী শিক্ষার্থী তানজিমুল ইসলাম শিহাব, আশরাফিয়া জান্নাতি, লায়লা রশিদ লিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ