বগুড়ার শাজাহানপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (২৫) ও একই এলাকার আপেল (২৫)। তারা দুজনই বন্ধু ছিলেন।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই বন্ধু পলাশ ও আপেল বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ ও আপেল নিহত হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে শচীন্দ্র মালো (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শচীন্দ্র মালো জয়পুরহাট জেলার পাঁচবিবি মালো পাড়া এলাকার নিতাই মালোর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শনিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম