তুমি তো আছো ছায়ার মতো
আমার পাশে,
তোমার জন্য আমার ঘরে
জোছনা হাসে।
তোমার জন্য অভিমানে
শ্রাবণ ঝরে,
বাউল আমার মনটা কেমন
উদাস করে।
তুমি তো আছো চোখের তারায়
হিয়ার মাঝে,
শ্রাবণ ধারার অনুরাগের
সেতার বাজে।
তুমি আছো সুরের ছোঁয়ায়
আমার প্রাণে,
ঘুঙুর পায়ে ঝুমুর তালে
নৃত্য গানে।
তোমাকে এখনো মনে পড়ে যায়
বাদল রাতে,
বধূর সাজে সোনার কাঁকন
রাঙা হাতে।