চড়ুই পাখি চড়ুই পাখি
করিস কেন ডাকাডাকি?
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে উড়ে
হেথা হোথা বেড়াস ঘুরে।
ভাই বকে না, বোন বকে না
পড়তে বসতে মা ডাকে না,
হাওয়ায় মেলে ডানা দুটি
ইচ্ছে হলেই নিস রে ছুটি।
কী যে দারুণ তোর খুনসুটি
খাস রে যখন মটরশুঁটি,
আমি যদি চড়ুই হতাম
তোরই সাথে উড়াল দিতাম।