বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষের মুখে মুখে ফেরে এক মহৎ বাক্যবন্ধ ‘ধর্ম যার যার, দেশ সবার’। হাজার বছর ধরে এ ভূখন্ডে লালিত হয়েছে এমন উদার মানসিকতা। যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে গড়ে উঠেছে আমাদের সুমহান সংস্কৃতি। সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে কাজ করছে। মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সম্প্রীতি রক্ষার অভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিরা। জুলাই বিপ্লবের পর কদিন সুযোগসন্ধানী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়েছিল। তখন সচেতন ছাত্র-জনতা পাহারা বসিয়ে উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থেকেছে। রাজনৈতিক দুর্বৃত্তদের দুরভিসন্ধি বুক পেতে প্রতিরক্ষাব্যূহ রচনা করে প্রতিহত করেছে। রাজনৈতিক দলের প্রতি স্তরে সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো অসাম্প্রদায়িক মানসিকতা থাকা জরুরি। ধর্মীয় কারণে কোথাও কারও ওপর হামলা হলে, উপাসনালয়ে আঘাত এলে, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের স্পর্শকাতর কর্মপন্থায় ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মতামত গ্রহণের চর্চা থাকা প্রয়োজন। এতে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি পাবে, যা সবার কামনা। জুলাই বিপ্লবে, ছাত্র-জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, সেখানে বিভিন্ন মঞ্চে, সমাবেশে বারবার উচ্চারিত হয়েছে ‘দেশটা কারও বাপের না’। আসলেই দেশটা সবার, এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়। কেউ উড়ে এসে জুড়ে বসেনি; সবাই এ দেশের সন্তান। সব নাগরিকের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অতি সন্নিকট। সমন্বিত প্রচেষ্টা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় বরাবরের মতোই দুর্গোৎসবের এ বর্ণাঢ্য উদযাপন যথাযথ ধর্মীয় মর্যাদায় নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নিঃসন্দেহে।
শিরোনাম
- পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান
- ১০ ট্রাক অস্ত্র মামলায় ফের যুক্তি উপস্থাপন আজ
- বুমরাহকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আখতার?
- যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল
- আদানির বিপুল দায় মেটাতে হিমশিম, এডিপি কাটছাঁট
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০
- সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা