Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ এপ্রিল, ২০১৭ ২৩:৫৮
মোনালিসা-সজলের ‘আমি তুমি ও সে’
শোবিজ ডেস্ক
মোনালিসা-সজলের ‘আমি তুমি ও সে’

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই নাটকের কাজটি করেছিলেন মোনালিসা। সময়টা প্রায় ৮ মাস হবে। এরপর আবার পাড়ি দিয়েছেন এ নায়িকা। ‘আমি তুমি ও সে’ নামের এ নাটকটি এত দিন পর পর্দায় যাচ্ছে। এতে মূল ভূমিকায় তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা সজল। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে এটি। লিখেছেন মীর সামী, পরিচালনায় নাহিদ বাবু। নির্মাতারা জানান, নাটকটি বিশেষ দিন উপলক্ষে নির্মাণ করা হয়েছে। গত ভালোবাসা দিবসে প্রচারের কথা থাকলেও তা পিছিয়ে যায়। এ জন্য বৈশাখের আগমুহূর্তে এটি প্রচার হচ্ছে। এতে অভিনয় করেছেন সজল আর বিজলী চরিত্রে মোনালিসা। সজল ও মোনালিসা ছাড়াও অভিনয় করেছেন নীপা খান, শান্ত, নাজমুল নয়ন, রাজেস, শাওন, জাকিব প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow